অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ জাতিসংঘের

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ জাতিসংঘের

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দিয়েছেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। ৯ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ তাগিদ দেন।  তিনি বলেন, ‘আগামী নির্বাচন কী পদ্ধতিতে হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে। জাতিসংঘ চায় সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ। নির্বাচন নিয়ে মতবিরোধ দূর করতে তিনি প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপের মাধ্যমে সমাধানে পৌঁছার আহ্বান জানান।’  অস্কার ফার্নান্দেজ বলেন, ‘আগামীতে সকলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষে কাজ করার ব্যাপারে সবাই অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে সব বড় দলের অংশগ্রহণে নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন।’  তিনি আরও বলেন, ‘সবার অংশগ্রহণে বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানকে সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে গণ্য করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই।’

নিজস্ব প্রতিনিধি