কেশবপুরে কৃষকদের উপর মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কেশবপুরে কৃষকদের উপর মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মিজানুর রহমান, কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুর উপজেলার ফতেপুর বিলের অর্ধকোটি টাকার মাছ কুক্ষিগত করতে ঘেরব্যবসায়ীসহ কতিপয় প্রভাবশালী মহল চাঁদাবাজি মামলা করে নিরীহ কৃষকদের হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এ চাঁদাবাজি মামলাকে সম্পূর্ন মিথ্যা দাবী করে তা প্রত্যাহারের দাবীতে শত শত কৃষক কেশবপুর শহরে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন কর্মসূচি পালনসহ স্থানীয় এমপি হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাব এর কাছে স্বারক লিপি প্রদান করেছেন।
জানা গেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের ফতেপুর বিলে “যশোর জেলার ভবদহ অঞ্চলে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রকল্পের” আওতায় সরকারী পর্যায়ে চলতি বছরে আগষ্ট মাসে ১১৪.৫ মণ মাছের পোনা অবমুক্ত করে। ফতেপুর বিল সংলগ্ন গ্রামের কৃষক রুস্তম গাজী, আব্দুল্যাহ শেখ, শাহিনুর রহমান, আব্দুল খালেক বলেন, এ মাছ আত্বসাত করতে ঘের ব্যবসায়ীসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি নানা তৎপরতা শুরু করে। এতৎপরতার অংশ হিসেবে ঘের মালিক কামরুজামান বিশ্বাস, মেম্বার আব্দুল মজিত কৃষকদের নামে কেশবপুর থানায় পৃথক পৃথক দুটি চাঁদাবাজির মামলা করেন। যার মামলা নং-১৮ ও ২০। কোন প্রকার তদন্ত ছাড়াই ঐ চাঁদাবাজির মামলা থানা কর্তৃপক্ষ রেকর্ড করে। কেশবপুর থানা পুলিশ ২৬ নভেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে কাস্তা গ্রামের মতলেব শেখের পুত্র হানিফ শেখ, মৃত মমিন শেখের পুত্র শাহিনুর শেখ, ফতেপুর গ্রামের চাঁদ আলীর পুত্র আব্দুল খালেক, লিয়াকত মোল্যার পুত্র হাবিবুর রহমান, চিংড়া গ্রামের তারাই গাজীর পুত্র মতলেব গাজীকে আটক করে আদালতে সোর্পদ করে। এ চাঁদাবাজি মামলাকে সম্পুর্ন মিথ্যা দাবী করে তা প্রত্যাহারের দাবীতে শত শত কৃষক ১০ ডিসেম্বর বিকেলে কেশবপুর শহরে বিক্ষোভ মিছিল, মানব বন্ধন কর্মসূচি পালনসহ স্থানীয় এমপি হুইপ ওহাবকে স্বারক লিপি প্রদান করেছেন। এ সময় হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব এমপি বিষয়টি দেখবেন বলে কৃষকদের আশ্বাস প্রদান করেন।

এসবিডি নিউজ ডেস্ক