হরতালের প্রস্তুতিঃ রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককলেট বিস্ফোরণ

হরতালের প্রস্তুতিঃ রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককলেট বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ১৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) হরতালের আগের দিন রাজধানীর বিভিন্নস্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোড, শাহবাগ, গুলশান, মৌচাক, শান্তিনগর ও মহাখালীতে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ সব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এলিফ্যান্ট রোডে একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সন্ধ্যায় মহাখালীতে সেতু ভবনের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়। তেজগাঁও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, বনানী থেকে মিরপুর ১৪ রুটে চলাচলকারী একটি বাসে সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন দেয় দুষ্কৃতিকারীরা। স্থানীয় জনগণ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভায়। এছাড়া গুলশান আড়ংয়ের সামনে রাত ৯টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা।এর আধা ঘণ্টা পর গুলশানের বাটারা থানার সামনে মতিঝিল-গুলশান রুটের ছয় নম্বরের একটি বাসে আগুণ দেয়ার খবর পাওয়া যায়। এর আগে মৌচাক ও শান্তিনগর এলাকায় একটি বাসে এবং একটি ট্রাকে আগুন দেয়ার খবর পাওয়া যায়। এছাড়া শান্তিনগর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, দুষ্কৃতিকারীরা শান্তিনগরে বাসে আগুন দিলে জনগণ তা নিভিয়ে ফেলে। ককটেল বিস্ফোরণের কথা শুনেছি কিন্তু এর কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি। রাত ১০টায় এ প্রতিবেদন প্রকাশের সময় মৎস ভবনের সামনে গাবতলী-সদরঘাট রুটের একটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া যায়।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে ১৮ দল। গত রোববার রাজপথ অবরোধের সময় একটি গাড়িতে আগুন দেয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিনিধি