হালনাগাদকৃত ছবিসহ ভোটার তালিকার খসড়া প্রকাশঃ নতুন নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন

হালনাগাদকৃত ছবিসহ ভোটার তালিকার খসড়া প্রকাশঃ নতুন নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সারাদেশে হালনাগাদকৃত ছবিসহ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী নতুন ভোটার নিবন্ধিত হয়েছে প্রায় ৭০ লাখ। খসড়ায় বলা হয়, নতুন নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ লাখ ১১ হাজার ৬৬৫ জন। মহিলা ভোটার ২৮ লাখ ১৮ হাজার ৬৩৮ জন। নতুন ভোটার নিবন্ধনের হার ৮.৯ ভাগ। পুনঃনিবন্ধিত ভোটারের সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৬৯৩ জন। মৃত ভোটার কর্তন হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৮৯৬ জন। ভোটার স্থানান্তরের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৭০৪ জন। বর্তমান নির্বাচন কমিশন ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পরই ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে নির্বাচন কমিশন ১০ মার্চ ২০১২ থেকে শুরু করে ১৫ ডিসেম্বর ২০১২ পর্যন্ত ৪টি পর্যায়ে সারাদেশে ভোটার নিবন্ধনের কাজ করে ইসি। প্রকাশিত খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় (রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়), সংশ্লিষ্ট ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ক্যান্টনমেন্ট বোর্ডে প্রদর্শনের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে খসড়া ভোটার তালিকার একটি কপি সমন্বয়কারীর কার্যালয়ে থাকবে। ভোটার হওয়ার যোগ্য কোনো ব্যক্তি খসড়া ভোটার তালিকা হতে বাদ পড়লে অথবা খসড়া তালিকাভুক্ত কোন ভোটারের বিরুদ্ধে আপত্তি অথবা তালিকায় কোন অন্তর্ভুক্তির সংশোধনীর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করার জন্য অনুরোধ করেছে ইসি। ঢাকা মহানগরীর ক্ষেত্রে সংশোধনকারী কর্তৃপক্ষ হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ঢাকা এবং তেজগাঁও সার্কেলের ১৭টি ইউনিয়নের জন্য সার্কেল অফিসার, তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা। এছাড়া দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশোধনকারী কর্তৃপক্ষ হচ্ছেন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন অফিসার এবং ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে নিজ নিজ ক্যান্টনমেন্টের আওতাভুক্ত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সকল)। সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) বরাবর আবেদনের সময় ০২ জানুয়ারি হতে ১৭ জানুয়ারি। দাখিলকৃত আবেদনসমুহের নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারি ২০১৩, দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সনি্নবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি ২০১৩ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ জানুয়ারি।

বিশেষ প্রতিনিধি