যশোরে গণপিটুনিতে ডাকাত সর্দার আজিজ নিহত

যশোরে গণপিটুনিতে ডাকাত সর্দার আজিজ নিহত

মিজানুর রহমান,কেশবপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ত্রাস ডাকাত আজিজ বাহিনীর প্রধান আজিজ রোববার রাতে ডাকাতিকালে গণপিটুনিতে নিহত হয়েছে। এসময় ডাকাতদের হাতে গৃহকর্তার ছেলে সাইফুল ইসলাম (২৫) গুরুতর জখম হয়ে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে যশোরের সহকারি পুলিশ সুপার খ’ সার্কেল মোস্তফা কামাল হাসপাতালে লাশ দেখতে যান ও ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরী করে মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার মৃত্যুর খবরে গোটা এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে ও মিষ্টি বিতরনের খবর পাওয়া গেছে।
থানা পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার জাহানপুর কারিকর পাড়ার ঘোজের মাঠ নামক স্থানে ডাকাত সর্দার আজিজ ও তার সহযোগিদের নিয়ে আব্দুল হাইয়ের বাড়িতে ডাকাতি করতে যায়। আব্দুল হাইয়ের ছেলে সাইফুলের মোটর সাইকেল নিয়ে চলে যাওয়ার সময় সাইফুল জীবণবাজী রেখে ডাকাত সর্দার আজিজকে জাপটে ধরে চিৎকার দিতে থাকলে এলাকাবাসি ছুটে এসে ডাকাত আজিজকে ধরে ফেলে গণপিটুনি দেয়। এ সময় আজিজের সঙ্গীরা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ওই রাতেই ভালুকঘর ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে গুরুতর আহতাবস্থায় আজিজকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার শামসুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন। ডাকাত আজিজ কেশবপুরের ভালুকঘর গ্রামের মৃত আফেজ খাঁর পুত্র। তার ২ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য ১৯৯৯ সালে তৎকালিন ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী মোঃ নাসিমের সন্ত্রাসীদের সাধারন ক্ষমার ঘোষনায় সে দেশীয় অস্ত্র জমা দিয়ে আত্মসর্মপন করলেও কিছুদিন পরই আবার অপরাধ জগতে ফিরে আসে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, নিহত আজিজের বিরুদ্ধে কেশবপুর থানায় ২টি হত্যা একটি ডাকাতিসহ যশোর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক