নির্মল সেনের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে

নির্মল সেনের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে। ইতিমধ্যে নির্মল সেনের মরদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে ওই বিশ্ববিদ্যালয়ের হিমঘরে স্থানান্তর করা হয়েছে। ১০ জানুয়ারী (বৃহস্পতিবার) তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হবে। ৮ জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নির্মল সেনের মৃত্যু হয়। মৃত্যুর আগেই গত ২৬ ডিসেম্বর নির্মল সেনের ভাতিজা কঙ্কণ সেন ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নির্মল সেনের শেষ ইচ্ছা ব্যক্ত ও বর্তমান অবস্থা বিবৃত করে একটি লিখিত আবেদন করেন। কর্তৃপক্ষ ওই আবেদনে সম্মতি দেয় বলে কঙ্কণ সেন জানিয়েছেন। কঙ্কণ সেন জানান, মৃত্যুর আগে নির্মল সেন চারটি ইচ্ছার কথা লিখে রেখে গেছেন। এর একটি ছিল, তাঁর মরদেহ চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ও গবেষণায় যেকোনো মেডিকেল কলেজে দান করা। তাঁর সেই ইচ্ছানুযায়ী মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে। জানা গেছে, হস্তান্তরের আগে নির্মল সেনের মরদেহ কাল সকাল নয়টায় তোপখানায় রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে, সকাল ১০টায় প্রেসক্লাব ও বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

নিজস্ব প্রতিনিধি

Related articles