প্রধানমন্ত্রীর ঘোষণার অবজ্ঞাঃ বিনামূল্যের পাঠ্যপুস্তক অবাধে বিক্রি হচ্ছে!

প্রধানমন্ত্রীর ঘোষণার অবজ্ঞাঃ বিনামূল্যের পাঠ্যপুস্তক অবাধে বিক্রি হচ্ছে!

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ ঘোষণার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন। অথচ সেই স্কুলের ছাত্ররাও এখনো পাঠ্যবই পায়নি। দেশের সব স্কুলে ২০১৩ শিক্ষাবর্ষে সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক না পৌঁছালেও অবাধে বিক্রি হচ্ছে বাজারে।
অনুসন্ধানে জানা যায়, বিনামূল্যের এসব বই অবৈধভাবে বাজারে সরবরাহ এবং বিক্রির পেছনে জড়িত জেলা-উপজেলা শিক্ষা অফিস, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুটিকয়েক কর্মকর্তা এবং একশ্রেণীর অসাধু মুদ্রণ ও বই ব্যবসায়ীরা। গত শুক্রবার ও শনিবার রাজধানীর বিভিন্ন বইয়ের দোকানে গিয়ে পাঠ্যবই দেখতে চাইলে প্রথমে বই দেখাতে বা বিক্রি করতে রাজি হননি বিক্রেতারা। যাদের অভিভাবক বা শিক্ষক বলে মনে হচ্ছে তাদের পাঠ্যপুস্তক বের করে দেখাচ্ছেন বিক্রেতারা। নীলক্ষেতের বাবুপুরা মার্কেটের নলেজ বুক, আপন, ডলফিন, বুক ফেয়ারসহ বেশ কয়েকটি দোকানেই ক্রেতা সেজে খোঁজ নিলে বই বিক্রির প্রমাণ পাওয়া ?যায়। এছাড়া রাস্তার পাশে বই বিক্রেতাদের বললেও কিছুক্ষণের মধ্যেই মার্কেটের ভেতরে নিয়ে গিয়ে বইয়ের সেট দেয়া হয়। নীলক্ষেতে ২০১৩ সালের প্রথম শ্রেণীর বই সেটপ্রতি ৫০০ এবং দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এসব বই সেটপ্রতি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। নীলক্ষেতের এক বইয়ের দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকার ঘোষণা দিলেও এখনো অনেক স্কুলে সব বই পৌঁছেনি। এ কারণে অভিভাবকরাই বই খুঁজছেন মার্কেটে। বিশেষ করে প্রাথমিকের বই, মাধ্যমিকের ইংরেজি ভার্সনের বই এবং নবম শ্রেণীর বই বাজারে বিক্রি হচ্ছে বেশি। তিনি জানান, গোয়েন্দা বাহিনীর ভয়ে গোপনীয়তা অবলম্বন করে এসব বই বিক্রি করা হচ্ছে। কারণ ধরা পড়লে পুলিশি ঝামেলা রয়েছে। বাংলাবাজার, পল্টন ও মতিঝিলের বিভিন্ন প্রেসে এসব অবৈধ বই ছাপা হচ্ছে বলে জানান তিনি। এর মধ্যে প্রাথমিকের বই ডিসেম্বর মাস থেকেই কালোবাজারে বিক্রি হচ্ছে। রাজধানীর মতিঝিলের ফ্রেন্ডলি লাইব্রেরি, ফার্মগেটের এম. জামান লাইব্রেরি, মালিবাগের সবুজ লাইব্রেরি, নাখালপাড়ার রেলগেট সংলগ্ন ছাত্রবন্ধু লাইব্রেরি, মোহাম্মদপুরের নূরজাহান রোডের ইসলামিয়া লাইব্রেরিসহ বিভিন্ন বইয়ের দোকানে বিক্রি হচ্ছে বিনামূল্যের পাঠ্যবই। রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ উৎসবের উদ্বোধন হলেও এখনো বই পায়নি সেখানকার শিক্ষার্থীরা। স্কুলের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক জানান, গত মঙ্গলবার তিনি মোহাম্মদপুরের ইসলামিয়া লাইব্রেরি থেকে সাধারণ বিজ্ঞান, সমাজ, ধর্ম, সাধারণ গণিত এবং ইংরেজি এ পাঁচটি বই ৬০ টাকা করে ৩০০ টাকায় কিনেছেন।

নিজস্ব প্রতিনিধি

Related articles