গাজীপুরে গভীর রাতে সারবোঝাই ট্রাক উল্টে নিহত ৮,আহত ৩

গাজীপুরে গভীর রাতে সারবোঝাই ট্রাক উল্টে নিহত ৮,আহত ৩

গাজীপুর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জেলার কালীগঞ্জ উপজেলার উলুখোলা ব্রিজের ওপর ১৩ জানুয়ারী (রোববার) গভীর রাতে সারবোঝাই একটি ট্রাক উল্টে আট যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।  কালীগঞ্জ থানার ওসি এনায়েত উদ্দিন জানান, সিলেট থেকে রাজশাহীগামী সারবোঝাই একটি ট্রাক রোববার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা বাইপাস সড়কের কালীগঞ্জ উপজেলার উলুখোলা ব্রিজের ওপর রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা যাত্রীরা ট্রাক ও সারের নিচে চাপা পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সারের বস্তা সরিয়ে ১৪ জানুয়ারী (সোমবার) সকাল সোয়া ৯টা পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকের আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।   ট্রাক ও বস্তার নিচে আরও লাশ আছে কিনা তা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি। আহতদের টঙ্গী, গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক