চণ্ডাল, তোমার পদতলে (খালেদ হোসাইন)

চণ্ডাল, তোমার পদতলে (খালেদ হোসাইন)

***চণ্ডাল, তোমার পদতলে***

>>>খালেদ হোসাইন>>>

‍~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমি তো সর্বস্ব ছেড়ে এসে
চণ্ডাল তোমার পদতলে
শুধু চাই একফোঁটা জল
পিপাসায় বুক শুধু জ্বলে।
>>
আজ আর কোনো-কিছু নেই
তোমার করুণাটুকু ছাড়া
করুণা তো ভালোবাসা নয়
তবু দেখ চারপাশে পাহারা।
>>
তবু দেখ কত আয়োজন
আমাকে নিশ্চিহ্ন করে দিতে
আমার তোমাকে প্রয়োজন
অবসন্ন এই গোধূলিতে।
>>
রাজা নই, তবু রাজকীয়
ছিল তো অজস্র উপচার
চারপাশে শিহরণ ছিল
সেইসব মনে নেই আর।
>>
কোথা থেকে তুমি চলে এলে
আসবে যে ছিল না ইশারা
নাকি আমি গিয়েছি তোমার
কাছে পেয়ে অলৌকিক সাড়া!
>>
কে যে কার কাছে গিয়েছিল
কার কত ছিল উন্মাদনা
সবকিছু ভুলে গেছি আমি
ফুঁসে উঠেছিল কত ফণা-
>>
ছোবলে কত যে ছিল বিষ
সেই বিষে ছিল কত জ্বালা
সাপের ফণায় নেচে নেচে
ভুলে গেছি মরবার পালা।
>>
তবু এ কি বেঁচে থাকা, বলো?
তবু এ কি জীবন-যাপন?
ক্রস-ফায়ারের এই দেশে
কেউ তো বোঝে না কারো মন!
>>
তাই তো তোমার কাছে থাকি
তুমি আজ খুব আনমনা
অমৃত যদিও দিতে পারো-
আমি শুধু চাই খুদ-কণা
>>
আমি চাই একফোঁটা জল
তা না হলে আগুনের ঢল।

অতিথি লেখক