আজ ভয়াবহ দুর্যোগ শঙ্খ বাঁজাও (জেসিকা ইরফান)

আজ ভয়াবহ দুর্যোগ শঙ্খ বাঁজাও (জেসিকা ইরফান)

~~~আজ ভয়াবহ দুর্যোগ শঙ্খ বাঁজাও…~~~

___জেসিকা ইরফানঃ____

 

============================================================================

অভিমানি এলোমেলো পা ফেলে ঘুম ঘুম ঘোরে
সারি সারি কারা এসে দাঁড়ায় ?
চিনি না তো, দেখিনি কখনো –
নাকি খুব চেনা ?
আয়নার আলো-ছায়ায় আমারই স্বজনের মুখ ।
হাতে চশমার ভাঙ্গা কাঁচ, রক্তে ভাসা শাড়ি,
ধুলো কাদায় মাখামাখি র‍্যাপার পাঞ্জাবী,
ক্ষয়ে যাওয়া চটি, সব কটা বোতাম ছেড়া ব্লাউজ …
মৃত্যুর মত ধ্রুব, অনড় ? এত আলো এত আলো অন্ধকার অভিমান চিবুক ?
একাত্তরের হারিয়ে যাওয়া দমকা হাওয়া
অনঢ় পুনর্বার ধুধু বালিয়াড়ি বুক রক্তাক্ত জমাট নীলে ফিস ফিস বলে যায়
>>>
যে কন্যা বউ সেজে অপেক্ষায় ছিল বর আসবে বলে
যে মা আত্মজকে বিদায় দিয়েছিলো : দুগগা দুগগা বলে –
কিংবা যে সমাবেশ অপেক্ষায় ছিল ভাষণ শোনার……
‘ভায়েরা আমার’ ….
স্মৃতির বারকোশ উপচে পরে
এখনো বাতাসের বুকে রক্তের সহস্র দীর্ঘশ্বাস ।
>>>
শোনো তোমরা –
স্বপ্নের মাঝে দাঁড়িয়েও চিৎকার করে বলি, আমি আর স্বপ্ন দেখি না
এখানে নয় , এখানে নয়…অবিনাশী আত্মা হেঁটে যাও দুর্যোগে টিকে থাকা এক অসীম বৃক্ষ ডালে
কিংবা চক্রতীর্থে গিয়ে দাড়াও আরেকবার …চুপচাপ
হাতে হাত ধরো , চোখে তুলে নাও বেদানার মতো বেদনা রঙ ।
>>>
অপমান দুঃখ শোকের পাহাড়ে দাড়িয়ে
অন্যায়ের দালান ভেঙে আগুনের ভিত গাঁথো আগুনের কারিগর ।
যে কথা রয়ে গেছে অব্যক্ত তাকে ভাষা দাও প্রাণ দাও,
নিরবে তুলে ধরো সসন্মানের প্ল্যাকার্ড – ন্যায্য দাবী
পুনর্বার সাজাও মঞ্চ লাল সবুজের সামিয়ানা
আজ ভয়াবহ দুর্যোগ শঙ্খ বাঁজাও ……
হু হু ঝড়ো হাওয়ার মোহনা ঘুরপাকে দুর্বার কাল বৈশাখী প্রলয় শাখে ।
>>>
সত্যের ত্রিশূলকে বাঁচিয়ে রাখো অন্যায়ের কণ্ঠনালি চেপে ধরে
কী করে বাঁচবে না হয় ? যদি অতর্কিতে কালকেউটে মৃত্যু হয়ে আসে !
>>>
পৃথিবীর আগুন তো কোন আইন মানে না যদিও নাগরিক
সে তার ইচ্ছায় ওড়ে , যাকে খুশি তাকেই পোড়ায় মানব-জমিন
>>>
এসো নতুন করে জীবনের জয়ধ্বনি দেই
যা মারে মৃত্যুকে সেই গণসংগীত গাই ….

অতিথি লেখক