বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

বিদ্যা দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

শুভাশিস ব্যানার্জি শুভঃ আজ (৩ ফাল্গুন, ১৫ ফেব্রুয়ারী) মাঘী শুক্লা পঞ্চমী। শ্রী শ্রী সরস্বতী পূজা। শুভ্র-বসনা বিদ্যার দেবী সরস্বতী। তাই আজকের এই শিশির-স্নাত ঊষালগ্নে দেবী তাঁর অগণিত ভক্তের মাঝে শুভাগমন করছেন। দেবীর আগমনের এই শুভ লগ্নে আমরা পুলকিত চিত্তে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বিদ্যা দেবীর অর্চনায় উন্মোচিত হয় বিদ্যার্থীর সকল মেধা। মেধাই বিদ্যার্থীকে জ্ঞান দানে উদ্ভাসিত করে অধিকতর। সাধকের জিহ্বাতে বাক-শক্তি রূপে এ দেবী প্রকাশিতা। এভাবে তিনি বাগ দেবী। অপরদিকে সরস্বতী নদীর ধারেই প্রাচীন ঋষিগণ তপস্যা করে “বেদ” নামক অলৌকিক জ্ঞান রাশিকে অনুভব করেছেন। নাদ বা শব্দ হচ্ছে অন্তরের ভাষা এবং জ্ঞানের প্রকাশ। এই নাদময়ী নদী সরস্বতী শব্দের সাথে মিশে অন্তরের অনুভব অভিব্যক্ত। নদীরূপা সরস্বতীর জলকল্লোল নাদধ্বনি রাঙ্গময় হয়ে সাধকের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করেছে। দেবী সরস্বতী ও তাঁর বাহন শুভ্র। এ শুভ্রতা প্রকাশত্বিক। আবার সরস্বতী প্রকৃতিতে নদীরূপে প্রাণ সঞ্চারিনী হয়েছেন। পৃথিবীকে শস্য শ্যামলা করে প্রাণীকুলকে রক্ষা করছেন। মৎস্যপুরাণে বলা আছে, পরমাত্মার মুখ থেকে নির্গত শক্তিদের মধ্যে দেবী সরস্বতী সর্বশ্রেষ্ঠা। তাঁর রূপ দেবীর মতো শ্রর্দ্ধাহা হয়েও প্রাপণীয়ার মতো আর্কষক। তিনি সর্বশুক্লা বা মহাশ্বেতা, বীণাধারিণী, কেশরাজিতে চন্দ্রশোভাময়ী, শ্রুতি ও শাস্ত্রে পরাঙ্গা এবং সৃজন-প্রেরণদাত্রী ও পদ্মাসনা। ধর্মগ্রন্থ পুরাণে বলা আছে, “শ্রী” দেবী মাঘের শুক্লাপঞ্চমীতে দেবসেনারূপে কার্তিকের সঙ্গে পরিণীতা হন। অর্থাৎ “শ্রী” দেবীর শুভদিন এবং সূর্যকন্যা সরস্বতীর উপাসনার কাল একত্রে সমন্বিত হয়ে শ্রীপঞ্চমী রূপে সুস্থিত হয়েছে।
নানান আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রতি বছর সরস্বতী পূজা পালিত হয়ে আসছে। অসাম্প্রদায়িক চেতনার এক উল্লেখ যোগ্য দৃষ্টান্ত পরিলক্ষিত হয় সরস্বতী পূজার দিনটি-তে। সকল স্তরের ছাত্র-ছাত্রীর মাঝে সরস্বতী পূজা এক অন্য রকম আবেদন সৃষ্টি করে। প্রতি বছরের মতো এবারও দেশের সর্বাধিক পূজা মন্ডব স্থাপন করা হবে জগ্ননাথ হল প্রাঙ্গণে। জানা গেছে, চারুকলা সহ এবার মোট ৪৩টি পূজা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রী বৃন্দ। এছাড়াও ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন সহ রাজধানী ঢাকাতেই অসংখ্য পূজা মন্ডব তৈরীর পরিকল্পনা করা হয়েছে।

শুভাশিস ব্যানার্জি শুভঃ সম্পাদক,এসবিডি নিউজ24 ডট কম।।

প্রধান সম্পাদক