বোমা মেরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি

বোমা মেরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন দফায় টেলিফোন করে এ হুমকি দেয়া হয়। রাত পৌনে নয়টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের  বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, এ ধরনের হুমকি রোজই পাচ্ছি। বিষয়টি গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ১৭ জনের নিহতের খবর এসেছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছি। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামানো হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) রবিউলের কার্যালয়ে ফোন করে বোমা মেরে মন্ত্রণালয় উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

এদিকে সারা দিনই সচিবালয়কে ঘিরে নিরাপত্তার ঘেরাটোপ দেখা গেছে। পুলিশের পাশাপাশি র্যাব অবস্থান নিয়েছে। এ ছাড়া টহল পুলিশ টহল দিচ্ছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পাসে অনেক কড়াকড়ি আরোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকার বাসভবনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

বিশেষ প্রতিনিধি