চার বছরে ১১ লাখ কেজি ফরমালিন আমদানিঃ বাণিজ্য মন্ত্রী

চার বছরে ১১ লাখ কেজি ফরমালিন আমদানিঃ বাণিজ্য মন্ত্রী

কাজী মাহফুজুর রহমান শুভ,সংসদ রিপোর্টার,এসবিডি নিউজ24 ডট কমঃ বর্তমান সরকারের সময়ে ৩৮টি কোম্পানি প্রায় পৌনে ১১ লাখ কেজি ফরমালিন আমদানি করেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী জিএম কাদের। ৪ মার্চ (সোমবার) জাতীয় সংসদে টেবিলে উত্তাপিত প্রশ্নোত্তরে জাফর ইকবাল সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি আরও জানান, ২০০৯-২০১০ থেকে চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ১০ লাখ ৬৩ হাজার ৫৭৭ দশমিক ১৭ কেজি ফরমালিন আমদানি করা হয়েছে। এরমধ্যে সরকারের প্রথম অর্থ বছরেই সবচেয়ে বেশি পাঁচ লাখ ৪৪ হাজার ৮৪৬ দশমিক ৫৩ কেজি ফরমালিন আমাদনি করা হয়। তিনি বলেন, ফরমালিন গবেষণার কাজে হাসপাতাল, ল্যাবরেটরি ও ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। কোন এজেন্টের মাধ্যমে এটি আমদানি করা হয় না। বিএনপির অনুপস্থিত সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ দুই হাজার ৪৯৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। পিনু খানের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৯-২০১০ থেকে চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে দুই হাজার ৪২৭ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। বিএনপির আরেক সদস্য জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশে বাংলাদেশের ৪৪টি কূটনৈতিক মিশন রয়েছে। এরমধ্যে বাণিজ্যিক শাখা রয়েছে ১৬টি মিশনে। বাণিজ্যিক শাখাগুলো গত অর্থ বছরে ২৩ হাজার ৬৪৯ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ে অবদান রেখেছে। আর এটি পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় শতকরা ৫ দশমিক ৯৭ ভাগ বেশি। একই বিষয়ে সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে কৃষিজাত পণ্য রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হয়েছে। লক্ষ্যামাত্রা ছিলো ২০৭ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার। অর্জিত হয়েছে ২৫৭ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার।
নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, সাবান, ডিটারজেন্ট পাউডার, বিভিন্ন প্রকার প্যকেটজাত মসলা, প্যাকেটজাত বিস্কুট ও খাদ্য দ্রব্যের মূল্য সরকার নির্ধারণ করে না। সংশ্লিষ্ট কারখানার মালিকরা মূল্য নির্ধারণ করেন। প্রয়োজনে সরকার মূল্য নির্ধারণ করে দিয়ে তা কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।

নিজস্ব প্রতিনিধি