নোয়াখালীতে বন্দুকযুদ্ধঃ নিহত ৩

নোয়াখালীতে বন্দুকযুদ্ধঃ নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি, এসবিডি নিউজ 24 ডট কমঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জের দুর্গম চর বালুয়ায় আজ বৃহস্পতিবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জলদস্যু নিহত হয়েছে। তাঁদের একজনের নাম সামছুল আলম মাঝি বলে জানা গেছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশিদ হাযারী চরে র‌্যাবের অভিযান ও তিনজনের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। কোম্পানীগঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
তবে র‌্যাব-১১ এর কুমিল্লা সদর দপ্তরে যোগাযোগ করা হলে কর্তব্যরত ব্যক্তি ওই অভিযান সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেন।
চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন তোতা জানান, তাঁর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চর বালুয়া। আজ সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-১১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু সামছুল আলম মাঝিসহ তিনজন নিহত হয়েছে বলে তাঁরাও তথ্য পেয়েছেন। দুপুর ১২টায় চেয়ারম্যান জানান, এখনো অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে চর বালুয়ায় বিভিন্ন জায়গা দখল করে জলসদ্যুরা আস্তানা গড়ে তোলে এবং চরের মানুষজনের ওপর অত্যাচর-নির্যাতন চালায়। এর পরিপ্রেক্ষিতে আজ ভোররাত থেকে রাতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান শুরু করে।

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।