চার দিনের ভারত সফরে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান

চার দিনের ভারত সফরে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া ২ এপ্রিল (সোমবার) চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিক্রম সিংয়ের আমন্ত্রণে সেনাপ্রধান সস্ত্রীক ভারত সফরে গেছেন।
জানা গেছে, ভারতে পৌঁছানোর পর বিমানবন্দরে জেনারেল ইকবাল করিমকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা সাদর অভ্যর্থনা জানান। তিনি ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে জেনারেল ইকবাল করিম ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং ও নৌবাহিনীর প্রধান চিফ অ্যাডমিরাল ডি কে জোশির সঙ্গেও সাক্ষাৎ করেন। বিমানবাহিনীর প্রধান এ এ কে ব্রাউনের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। অপরদিকে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতীয় সেনাবাহিনীর কয়েকটি একাডেমি ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করাও সেনাপ্রধানের সফরের অন্তর্ভুক্ত আছে। সেনাবাহিনী পরিচালিত ওই সব প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে তিনি বাস্তব অভিজ্ঞতা নেবেন। গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, তাতে সেনাপ্রধানের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে। কয়েক মাস আগে গত বছরের ২ অক্টোবর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের আমন্ত্রণে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিক্রম সিং বাংলাদেশ সফর করেন। এর আগে বিমানবাহিনীর প্রধান চিফ মার্শাল ব্রাউন বাংলাদেশ সফরে এসেছিলেন। তাঁদের আমন্ত্রণেই জেনারেল ইকবাল করিম ভূইয়া এখন ভারত সফর করছেন। জেনারেল ইকবাল করিমের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সেনা সদরের পরিচালক, পারসোনেল সার্ভিসেস। সম্প্রতি দুই দেশের বিশেষ বাহিনীর ‘সম্প্রীতি’ নামের যৌথ মহড়া আগ্রায় অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার বাইরে সামরিক পর্যায়েও দেশ দুটির মধ্যে সম্পর্ক দৃঢ় করতে সেনাপ্রধানদের সফর ও যৌথ মহড়াকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ঢাকা ও দিল্লি যৌথভাবে সন্ত্রাসবিরোধী তত্পরতা চালাতেও আগ্রহী।

বিশেষ প্রতিনিধি