‘বীরত্ব ও মহানুভবতা’ পুরস্কার পেলেন ঝরনা বেগম

‘বীরত্ব ও মহানুভবতা’ পুরস্কার পেলেন ঝরনা বেগম

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ শিবিরের নৃসংশতায় গুরুতর আহত পুলিশ উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থার জন্য সিটি কর্পোরেশনের ‘বীরত্ব ও মহানুভবতা’ পুরস্কার পেলেন ঝরনা বেগম। এই সাহসিকতা ও মহানুভবতার জন্য তাকে ফুল ও সম্মানসূচক একটি ক্রেস্ট তুলে দিয়ে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় সিটি মেয়র সাংবাদিকদের বলেন, “শিবিরের নৃশংসতায় গুরুতর আহত রাজশাহীর পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে এগিয়ে এসে ঝরনা বেগম মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন। এজন্য তাকে শুধু ফুল দিয়ে নয়- জাতীয়ভাবে পুরস্কৃত করা উচিত।” তিনি আরো বলেন, “দেশ থেকে এখনো মানবিকতা হারায়নি, এটাই তার প্রমাণ।এই দেশ নিয়ে এখনো নির্দ্বিধায় স্বপ্ন দেখা যায়।”

উল্লেখ্য, ১ এপ্রিল (সোমবার) রাজশাহীতে ছাত্র শিবিরের হামলায় গুরুতর আহত হয় পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।

এসবিডি নিউজ ডেস্ক