অষ্টম বাংলাদেশ গেমসঃ অপেক্ষার প্রহর শেষে ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন

অষ্টম বাংলাদেশ গেমসঃ অপেক্ষার প্রহর শেষে ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের অস্থির রাজনীতিকে পাশ কাটিয়ে শুরু হয়ে গেল অষ্টম বাংলাদেশ গেমস। ১১ বছরের অপেক্ষার প্রহর শেষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে শুভ উদ্বোধন লিখে তাতে স্বাক্ষর করে। জাতীয় সংগীতের পর মাঠে প্রবেশ করা অংশগ্রহণকারী অ্যাথলেটদের শপথ বাক্য পাঠ করে শোনান দেশের দ্রুততম মানব ও মানবী মোহন খান ও নাজমুন নাহার বিউটি। মশাল প্রজ্জ্বালন করেন দেশের সবচেয়ে বড় হকি তারকা জুম্মন লুসাই। যেকোন টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে বাংলাদেশ বরাবরই ভালো করেছে। ব্যতয় ঘটেনি অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধনী পর্বেও। উদ্বোধনের বাজেট নিয়ে অনেক কথাই হয়েছে। কিন্তু বর্ণিল উদ্বোধনের পর অব্যবস্থাপনা নিয়ে আলোচনা, শঙ্কা পেছনে ফেলে দর্শকদের এক পশলা মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে। অ্যাথলেটরাও পেয়েছেন পদকের মঞ্চে উঠার কঠিন লড়াইয়ের মন্ত্র।

ক্রীড়া প্রতিবেদক