দেশকে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিচরণ ক্ষেত্র হতে দেয়া হবেনাঃ বগুড়ায় সম্মিলিত নারী সমাজের সভায় বক্তারা

দেশকে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিচরণ ক্ষেত্র হতে দেয়া হবেনাঃ বগুড়ায় সম্মিলিত নারী সমাজের সভায় বক্তারা

চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ায় সম্মিলিত নারী সমাজের সমাবেশে বক্তারা বলেছেন, দেশকে কোন ভাবেই মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিচরণ ক্ষেত্র হতে দেওয়া হবেনা। মুক্তিযুদ্ধে যে চেতনা ও আকাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা ভূলুণ্ঠিত করার অপপ্রয়াস রুখতে সম্মিলিত ভাবে নারী সমাজ মাঠে নামবে। নারী-পুরুষ সমতার ভিত্তিতে অগ্রযাত্রা, নারী সমাজকে গৃহবন্দি করার পাঁয়তারা বন্ধসহ হেফাজতে ইসলাম নামের সাম্প্রদায়িক ও মৌলবাদীদের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ২৯ এপ্রিল (সোমবার) বিকেলে শহরের সাতমাথা মুক্তিযোদ্ধা সংসদের সামনে আয়োজিত নারী সমাবেশ বক্তারা এসব কথা বলেন। বগুড়ার সম্মিলিত নারী সমাজের আহ্বায়ক আলহাজ্ব ডা. সামছুন নাহার ইসলাম শেফালীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের দুই যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ কামরুন নাহার পুতুল ও আলহাজ্ব জেব-উন-নাহার, নারী নেত্রী সালেহা সুলতানা, মাহফুজ আরা মিভা, সুরাইয়া নিগার ডরোথী, লাইজিন আরা লিনা, অ্যাডভোকেট আশরাফুন নাহার স্বপ্না, আজমী আরা পারভীন শান্তনা, নাজমা আকতার, ফেরদৌসী বেগম, অ্যাডভোকেট নাসিদ নিগার খন্দকার কেকা, ডালিয়া নাছরিন রিক্তা, স্বপ্না চৌধুরি, বিলাসী রানী সরকার প্রমুখ। নারী নেত্রী নিভারানী সরকার পূর্ণিমা ও ববিতা রানী বর্মণের সঞ্চালনায় সমাবেশে উদীচী বগুড়া জেলা সংসদের শিল্পীরা গণসঙ্গীত ও প্রতিবাদী গান এবং কণ্ঠ সাধন আবৃত্তি সংসদের সদস্যরা কবিতা আবৃত্তি করেন। বিকেল ৩টায় সমাবেশ শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপরই দেশের সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলন এবং সম্প্রতি সাভার ট্রাজেডিতে নিহত নারী কর্মিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পলন শেষে শুরু হয় গণসঙ্গীত, প্রতিবাদী গান ও আবৃত্তি। এরপর বিকেল ৪টায় সাতমাথা চত্বর থেকে বিশাল এক মিছিল বের করা হয়। বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে বের হওয়া মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শুরু হয় সমাবেশ।
সমাবেশে নারী নেত্রীরা বলেন, দেশে যখন নারী-পুরুষ সমতার ভিত্তিতে উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে সেই মুহুর্তে একটি মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা নারী সমাজকে গৃহবন্দি করে দেশকে অন্ধকারযুগে নিয়ে যেতে চায়। এই অবস্থাকে প্রতিহত করতেই হবে। হেফাজতে ইসলাম নামে ওই মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঘোষিত ১৩ দফা দাবির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি তাদের প্রতিহত করতে রাজপথে অন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বিশেষ প্রতিনিধি