দেশে বর্তমানে ২৮৮টি শিল্পকারখানা বন্ধ রয়েছেঃ সংসদে শিল্পমন্ত্রী

দেশে বর্তমানে ২৮৮টি শিল্পকারখানা বন্ধ রয়েছেঃ সংসদে শিল্পমন্ত্রী

কাজী মাহফুজুর রহমান শুভ,এসবিডি নিউজ24 ডট কমঃ শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতায় ৭৪টি শিল্প নগরীতে বর্তমানে ২৭৯ টি শিল্পকারখান বন্ধ রয়েছে। এছাড়া বিসিআই’র নিয়ন্ত্রণাধীন ৫টি এবং বাংলাদেশ ইস্পাত ও  প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে ৪টি কারখানা বন্ধ রয়েছে। ২৯ এপ্রিল (সোমবার) জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে বিএনপি’র সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের অনুপস্থিতিতে তার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
সরকার দলীয় সংষদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শিল্পকারখানার তরল বর্জ্যে পরিবেশ দূষন রোধে শিল্পমন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠণ করা হয়েছে। ইতিমধ্যে ১০টি শিল্প নগরীতে সরেজমিনে পরিদর্শণ করে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে। বিসিক কর্তৃক বাস্তবায়িত ৭৪টি শির্শপনগরীতে স্থাপিত ৪ হাজার ৪৫১টি শিল্প কারখানার মধ্যে ১৫৪টি শিল্প ইউনিটকে পরিবেশ দূষনকারী ইটিপি স্থাপনযোগ্য ইউনিট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সকল শিল্পকারখানার মধ্যে ৭৯টির ইটিপি স্থাপন করা হয়েছে এবং ১৩টি স্থাপনের কাজ চলছে। এম এ জব্বারের অন্য একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সারের চাহিদা মেটাতে নতুন তিনটি সারকারখানা স্থাপনের সিন্ধান্ত নিয়েছে। এরমধ্যে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে দৈনিক ১৭৬০ মেট্টিকটন উৎপাদন সম্পন্ন ফার্টিলাইজার প্রকল্প (এসএফপি) ইউরিয়া সার কারখানা নির্মাণাধীন রয়েছে। এছাড়া দৈনিক ১৭৫০ মেট্টিকটন উৎপাদন ক্ষমতাসম্পন্ন নর্থ-ওয়েষ্ট ফার্টিলাইজার প্রজেক্ট (এনডব্লিউএফপি) ও এফসিসি-২ নামে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিনিধি