রাজধানীতে লোডশেডিং এর ভয়াবহতা ।। ধানমন্ডি এলাকায় তিনটি ট্রান্সফরমার বন্ধ!

রাজধানীতে লোডশেডিং এর ভয়াবহতা ।। ধানমন্ডি এলাকায় তিনটি ট্রান্সফরমার বন্ধ!

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানী জুড়ে ২৯ এপ্রিল (সোমবার) সকাল থেকে মারাত্মক লোডশেডিং দেখা দিয়েছে। ডিপিডিসির আওতাধীন ধানমন্ডি এলাকায় তিনটি ট্রান্সফরমার বন্ধ হওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, কারওয়ানবাজার, নতুন বাজার, রামপুরা, পল্টন, শাহবাগসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই। লোডশেডিংয়ের যন্ত্রণায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সকাল থেকে রাজধানী জুড়ে বিদ্যুৎ না থাকার কারণ জানতে চাইলে পিডিবির জনসংযোগ কর্মকর্তা সাইফুল হাসান চৌধুরী বলেন, ‘আমাদের বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি নেই। চাহিদা অনুসারে আমরা বিদ্যুৎ সরবরাহ করছি। ডিপিডিসির কোনো সমস্যার কারণে লোডশেডিং হতে পারে।’ তিনি আরও জানান, সোমবার বিদ্যুতের চাহিদা রয়েছে ৬ হাজার ১০০ মেগাওয়াট। আর সরবরাহ এর চেয়ে বেশি- ৬ হাজার ১১২ মেগাওয়াট। রোববার চাহিদা ছিল ৫ হাজার ৮২৮ মেগাওয়াট, উৎপাদন ছিল ৫ হাজার ৮২৫ মেগাওয়াট। বর্তমানে পিডিবির বিদ্যুৎ সরবরাহের তেমন ঘাটতি নেই।

এদিকে, লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে ডিপিডিসির জনসংযোগ কর্মকর্তা কানরুন নাহার বলেন, ‘ধানমণ্ডি গ্রিডে তিনটি ট্রান্সফরমার বন্ধ হয়ে যাওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। টেপ চেঞ্জার সমস্যার কারণে সকাল থেকে রাজধানীতে লোডশেডিং হচ্ছে। ১৩২/১৩৩ কেভির তিনটি ট্রান্সফরমার বন্ধ হওয়ায় কারওয়ানবাজার, ধানমন্ডিসহ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আমরা অন্য জায়গা থেকে ব্যবস্থা করে কিছু বিদ্যুৎ সরবরাহ করেছি। এসব কারণে রাজধানীর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সকাল সোয়া ১১টার মধ্যে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা দিতে পেরেছি। কাজ এখনো চলছে, আশা করছি, সন্ধ্যার মধ্যে এ সমস্যার সমাধান হবে।’

বিশেষ প্রতিনিধি