পাকিস্তানের রাজনীতি থেকে জেনারেল পারভেজ মোশাররফকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে

পাকিস্তানের রাজনীতি থেকে জেনারেল পারভেজ মোশাররফকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ পাকিস্তানের রাজনীতি থেকে জেনারেল পারভেজ মোশাররফকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পেশোয়ার হাইকোর্ট ২৯ এপ্রিল (সোমবার) এক রায়ের মাধ্যমে সাবেক এ সেনা শাসককে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন।  পাকিস্তানের দৈনিক ডন জানায়, মোশাররফকে জাতীয় নির্বাচনের চিত্রাল আসনে অযোগ্য ঘোষণা করার বিরুদ্ধে তিনি আপিল করলে শুনানিতে ওই রুলিং জারি করেন আদালত। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি দোস্ত মোহাম্মাদ খানের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায়ে বলেন, যেহেতু মোশাররফ দুইবার সংবিধান লঙ্ঘন করেছেন। সেহেতু তাকে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমতি দেয়া যাবে না। রায় ঘোষণা করে বিচারপতি খান বলেন, মোশাররফ অবৈধভাবে জরুরি অবস্থা জারি করেছিলেন ও বিচার বিভাগকে টার্গেটে পরিণত করেছিলেন। ফলে আদালত তার উপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে আজীবন নিষেধাজ্ঞা আরোপ করছে। এ নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচন, প্রাদেশিক নির্বাচন এমনকি সিনেট নির্বাচনেও সমানভাবে কার্যকর হবে। একইসঙ্গে আদালত জাতীয় নির্বাচনে চিত্রাল আসনে তার মনোনয়ন প্রত্যাখ্যানে করার আপিলও বাতিল করে দেন।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles