গ্রহণযোগ্য ফর্মুলা থাকলে সংসদে বলুনঃ সুরঞ্জিত সেনগুপ্ত

গ্রহণযোগ্য ফর্মুলা থাকলে সংসদে বলুনঃ সুরঞ্জিত সেনগুপ্ত

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ব্লেক সাহেবের (দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক) কথায় বাংলাদেশ চলে না। যদি তাঁর কথায় বাংলাদেশ চলত, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ চলে বাংলাদেশের জনগণের কথায়।’

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপি দাবি করেছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। অন্যদিকে, ব্লেক সাহেব বলেছেন এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতে।’
সাংবাদিকদের সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সুপ্রিম কোর্ট বলেছে একই সময়ে নির্বাচিত সরকার ও অনির্বাচিত সরকার চলে না। তাই এটা অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট এও বলেছেন যদি প্রয়োজন হয়, তবে সংসদ আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা দিতে পারে। তবে তাতে সুপ্রিম কোর্টকে রাখা যাবে না।’ তিনি বলেন, শর্ত দিয়ে সংলাপ হয় না। বিএনপি যদি আগেই শর্ত দেয়, তবে তারা সংলাপ চায় না। তারা চায় তাদের দাবি জবরদস্তি করে পাস করতে। গণতন্ত্র সমঝোতার বিষয়। গণতন্ত্র তো ট্রেড ইউনিয়ন নয়।

সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশে বলেন, ‘সংসদীয় গণতন্ত্র করবেন কিন্তু সংসদকে কাজ করতে দেবেন না। সংসদকে অকার্যকর করে তারপর বলবেন, ‘আমাকে আমার খুশিমতো নির্দলীয়-নিরপেক্ষ সরকার দিতে হবে।’ তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনারা কমিটিতে আসেন। গ্রহণযোগ্য ফর্মুলা থাকলে সংসদে বলুন।’

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।