ঘূর্ণিঝড় মহাসেন: চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় মহাসেন: চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মহাসেনের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মংলায় ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ১৫ মে (বুধবার) আবহাওয়া অধিদফতর এ ঘোষণা দেয়। সাধারণত ১০ নম্বর পর্যন্ত সতর্ক সঙ্কেত ব্যবহার করে থাকে (দুর্যোগকোষ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, প্রকাশকাল-জুলাই, ২০০৯)।


উল্লেখ্য, গত শনিবার উপকূল থেকে এক হাজার ৮০০ কিলোমিটার দূরে নিম্নচাপ সৃষ্টির পর একশ’ কিলোমিটার এগিয়ে তা ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ রুপ নেয়। আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ‘মহাসেন’ স্থির অবস্থায় রয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেয়া হয়েছে। মহাসেনের কেন্দ্রের ৫৪ কিমি’র মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকারও নির্দেশ দেয়া হয়েছে। দুর্যোগকোষ অনুযায়ী, ৪ নম্বর সঙ্কেত মানে ঘূর্ণিঝড় কেন্দ্রিক ভয়াবহ ধরনের ঝড়ের পূর্বাভাস, যা উপকূল অঞ্চলসহ বিশাল অংশে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলম বলেন, “ঘূর্ণিঝড়টি উপকূলের ৪০০ কিলোমিটারের মধ্যে এলে স্থাপিত ডপলার রাডারের মাধ্যমে জানা যাবে, কোথায়-কখন-কিভাবে আঘাত হানবে। বুধবার বিষয়টি স্পষ্ট হবে।”

এসবিডি নিউজ ডেস্ক