মহাসেনের তাণ্ডব: শ্রীলঙ্কায় নিহত ৭, গৃহহীন অন্তত তিন হাজার

মহাসেনের তাণ্ডব: শ্রীলঙ্কায় নিহত ৭, গৃহহীন অন্তত তিন হাজার

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ভারী বৃষ্টিপাতে শ্রীলঙ্কার উত্তর-পূর্বাংশে অন্তত সাতজন মারা গেছে এবং তিন হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানা গেছে। ১৫ মে (বুধবার) দুপুর ২টায় টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ঝড়ের কবলে পড়ে কমপক্ষে সাতজন নিহত ও দুজন এখনো নিখোঁজ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র লাল সারান্ত কুমারা জানান, তারা চারটি ক্যাম্পের মাধ্যমে ২ হাজার ৮শ’ মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছেন। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন এখন ভারতের চেন্নাই থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এটি উত্তাল আন্দামান সাগরের খুব কাছে অবস্থান করছে বলে জানিয়েছে কলম্বো আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা ছাড়াও তীব্র বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আন্তর্জাতিক ডেস্ক