মোবাইল ফোনঃ ঘনিষ্ঠতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে!

মোবাইল ফোনঃ ঘনিষ্ঠতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে!

জোনাকী হক,এসবিডি নিউজ24 ডট কমঃ একটি মোবাইল ফোন একজন মানুষের সঙ্গে থাকা মানে সেই মানুষটি সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে থাকা। সেটা ইতিবাচক দিকই বটে। কিন্তু বর্তমানে অতি প্রয়োজনীয় এই সঙ্গীই দু’জন মানুষের মধ্যকার ঘনিষ্ঠতায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তেমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাসেক্সের গবেষক অ্যান্ড্রিউ প্রিবিল্স্কি বলেন, দু’জন মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করে, তখন তাদের কাছে মোবাইল ফোন থাকলে তাদের মধ্যে পারস্পরিক আস্থা, সমানুভূতিতে ঘাটতি দেখা দেয়। এর ফলে তাদের মধ্যকার সম্পর্কের মাত্রা নিম্ন পর্যায়ে থাকে। তাদের আলাপ চলাকালে মোবাইল ফোনে কোনো কল বা বার্তা আসুক বা না আসুক, তাতে এই অবস্থার কোনো পরিবর্তন হয় না। বরং মোবাইল ফোনটির উপস্থিতিই সেখানে মুখ্য। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৭৪ জন শিক্ষার্থীর ওপর গবেষণা শেষে অ্যান্ড্রিউ প্রিবিল্স্কি এ সিদ্ধান্ত টেনেছেন। গবেষণাকালে ৭৪ জনকে জোড়ায় জোড়ায় গল্প করতে দেয়া হয়। প্রথমবার তাঁদের কোনো মজার ঘটনা নিয়ে কথা বলতে বলা হয়। এ সময় কোনো কোনো যুগলকে মোবাইল ফোন রাখতে দেয়া হয়। বাকিদের কাছে ফোন ছিল না। দ্বিতীয় পর্যায়ে বেশ কয়েক যুগল শিক্ষার্থীকে ক্রিসমাস ট্রি নিয়ে এবং বাকিদের নিজেদের জীবনের সবচেয়ে অর্থবহ ঘটনা নিয়ে আলোচনা করতে বলা হয়। এবারেও কিছু শিক্ষার্থীর কাছে মোবাইল রাখতে দেয়া হয়। কিন্তু বাকিদের কাছে ছিল না।
পর্যবেক্ষণে দেখা যায়, গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলার সময় যেসব যুগলের মধ্যে মোবাইল ফোনের উপস্থিতি ছিল, তাঁদের মধ্যকার সম্পর্ক, আস্থা ও পারস্পরিক অনুভূতি নিম্ন পর্যায়ে ছিল।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আন্তর্জাতিক ডেস্ক