সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা দূর না হওয়া পর্যন্ত ডিসিসি নির্বাচন হবে না

সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা দূর না হওয়া পর্যন্ত ডিসিসি নির্বাচন হবে না

মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা দূর না হওয়া পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে যাবে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২১ মে (মঙ্গলবার) নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ একথা জানান। তিনি বলেন, সুলতানগঞ্জ নিয়ে সীমানা নির্ধারণে যে জটিলতা সৃষ্টি হয়েছে; তা সমাধান না হওয়া পর্যন্ত ডিসিসি নির্বাচনের কথা ভাববে না কমিশন। কারণ হিসেবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর যেন আইনি জটিলতায় ডিসিসি নির্বাচন বন্ধ হয়ে না যায় এজন্যই ইসি এমন সিদ্ধান্ত নিয়েছে। এ সময় তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন এবং কিশেরেগঞ্জ-৪ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল নিয়ে বুধবার কমিশন সভায় আলোচনা শেষে তফসিল ঘোষণা হতে পারে।

নিজস্ব প্রতিনিধি