জুন মাস পর্যন্ত দেশে আরও ৬টি নিম্নচাপের আশংকা

জুন মাস পর্যন্ত দেশে আরও ৬টি নিম্নচাপের আশংকা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ‘মহাসেন’ চলে গেলেও চলতি সপ্তাহ থেকে জুন মাস পর্যন্ত সময়ে দেশে আরও ছয়টি নিম্নচাপের আশংকা রয়েছে। এগুলোর মধ্যে দু’একটি বড় ধরনের ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল মাঝে-মধ্যেই হানা দিচ্ছে কালবৈশাখী ঝড়, সেই সাথে নিম্নচাপে সৃষ্ট ঝড়ের সম্ভাবনাতো আছেই। মঙ্গলবার রাত থেকে বুধবার দিনভর ভারি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে আর বৃহস্পতিবার সারাদিন ঢাকাসহ সারাদেশে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এমন মৃদু বৃষ্টিপাতে আবারও নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকাল ৩টা পর্যন্ত ২৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি

Related articles