রাজধানীর কাঁচাবাজার: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী

রাজধানীর কাঁচাবাজার: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী

জাহিদ হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ বৃষ্টির প্রভাব পড়েছে, রাজধানীর কাঁচাবাজারেও। দাম বেড়েছে প্রায় সব ধরণের সবজির। আমদানি কম থাকায় মাছের বাজারও বেশ চড়া। গুঁড়ো দুধ, পেঁয়াজ, ডালসহ বেড়েছে নিত্যপ্রয়োজনীয় প্রায় পণ্যের দাম। কমেনি গ্রীষ্মের ফলের দামও।

টানা দুই দিনের ভারী বর্ষণে, পাল্টে গেছে রাজধানীর কাঁচাবাজারের চেহারা। কেজি প্রতি অন্তত পাঁচ টাকা করে বেড়েছে সব ধরণের সবজির দাম। অন্যদিকে, সবজি পঁচে যাওয়া আর ক্রেতা কম থাকায়, হতাশ বিক্রেতারা। এদিকে, প্রতিনিয়তই বাড়ছে মাছের দাম। দিনকে দিন নাগালে বাইরে চলে যাচ্ছে বাঙালির প্রিয় ইলিশ। চাহিদার তুলনায় মাছ কম আসাকেই এর কারণ বলছে বিক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল আর ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও, বেড়েছে পেঁয়াজ, রসুন ও চিনির দাম। গুঁড়ো দুধের দামটা প্রায় অসহনীয়। বাজারে উঠেছে ল্যাংড়া, হিমসাগরসহ নানা রকমের আম। দাম ৮০ থেকে ১২০ টাকা। বৃষ্টির কারণে লিচুর দাম কমলেও; বেড়েছে আনারস আর কাঁঠালের দাম।

নিজস্ব প্রতিনিধি