বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর চলতি বছরই স্থাপন করা হবে

বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর চলতি বছরই স্থাপন করা হবে

রিয়াদ হাসান,এসবিডি নিউজ24 ডট কমঃ এ বছরই বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তবে নির্মাণকাজ ২০১৬ সালের আগে শুরু করতে পারবেন না সংশ্লিষ্টরা। যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, আগামী জুলাইয়ে মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করছে যোগাযোগ মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পর দুই-তিন বছর প্রকল্পটির কাজ হবে কাগজে-কলমে। এর মধ্যে রয়েছে নকশা তৈরি, জমি অধিগ্রহণ, কোম্পানি গঠন, লোকবল নিয়োগসহ নানা বিষয়। এসব প্রক্রিয়া শেষে নির্মাণকাজ ২০১৬ সালের আগে কোনোমতেই শুরু করা যাবে না বলে ধারণা করা হচ্ছে। এ প্রকল্প শেষ হতে ছয় বছরের বেশি সময় লাগবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ১৫ জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তিনি আরও জানান, মেট্রোরেলের নকশা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, তারপরও প্রকল্পের কাজের শুভ সূচনার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই প্রকল্পটা বাংলাদেশে প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, নকশা প্রণয়নের কাজ একদিকে হবে। অন্যদিকে নির্মাণকাজ শুরুর চেষ্টাও চলবে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মেট্রোরেলের জন্য ১৪ একর জমি দিয়েছে। ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল উত্তরা থেকে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে শেষ হবে। প্রকল্পের কাজ বছর দুয়েক আগেই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুই দফা পথ পরিবর্তনের কারণে প্রকল্প থমকে যায়। প্রথমবার গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের কারণে এবং দ্বিতীয়বার বিমানবাহিনীর আপত্তির মুখে পথ পরিবর্তন করা হয়। সূত্র জানায়, প্রকল্পের জন্য তৈরি উন্নয়ন প্রস্তাবে (ডিপিপি) মেট্রোরেলের জন্য ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ঋণ দেবে ১৬ হাজার ৫৯৪ কোটি টাকা। বাকিটা সরকার বহন করবে।

নিজস্ব প্রতিনিধি