যশোরে চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন
মিজানুর রহমান,যশোর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চাকরি জাতীয়করণের দাবিতে যশোর জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসিপি) অ্যসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৫ জুন (মঙ্গলবার) সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক কমিউনিটি হেলথ প্রোভাইডার অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচীতে বলা হয় সরকারের নন্দিত উদ্যোগের ফলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা হাতের মুঠোয় এসেছে। যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করছে তাদের চাকরি স্থায়ীকরণের মধ্যদিয়ে সেবার মান ও গতিশীলতা বৃদ্ধি করতে হবে। চাকরি জাতীয়করণ না হলে হাজার হাজার হেলথ প্রোভাইডার হতাশায় ভুগবেন। এতে গ্রামীণ জনগোষ্ঠীর সেবার প্রদানে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তাই অবিলম্বে চাকরি জাতীয়করণ করে গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এই মানববন্ধনে যশোর জেলার ২৬৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন।