পীরগঞ্জে ৬২০ বোতল ফেন্সিডিল উদ্ধারঃ গ্রেপ্তার ১
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার রংপুর ঢাকা মহাসড়কের আংরার ব্রীজের নিকট থেকে ৬২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ ফেন্সিডিল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আরিফুল ইসলাম(৩০) নামের এক যুবককে আটক করে। সে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আনিছার রহমানের পুত্র। পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে ২৭ জুন রাতে ওই এলাকায় তল্লাশী চালিয়ে জঙ্গলে লুকিয়ে রাখা ২টি বস্তাভর্তি ৬২০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ওই যুবককে আটক করা হয়েছে। এর আগে গত সোমবার পুলিশ ঢাকা মেট্রো-ট-১৪-৬৮৫২ নম্বরের ভূট্টাভর্তি একটি ট্রাক হতে ৩২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং দুজনকে গ্রেপ্তার করে। উল্লেখ্য রংপুর-ঢাকা মহাসড়ক পথে রোজ হাজার হাজার বোতল ফেন্সিডিল পাচার হয়ে যাচ্ছে। হিলি সীমান্ত পথে রাতের আঁধারে পাচার করে নিয়ে আসা এসব ফেন্সিডিল করতোয়া নদীর টোংরারদহ,জয়ন্তপুর, কাঁচদহ ও দুধিয়াবাড়ি ঘাট পেরিয়ে পীরগঞ্জ উপজেলার খালাশপীর, চতরা ভেন্ডাবাড়ি পথে নিয়ে এসে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার পৃথক ৭টি স্থান থেকে কোন প্রকার রাখঢাক ছাড়াই দুরপাল্লার কোচযোগে রাজধানীসহ দক্ষিনের জেলাগুলোতে পাচার করা হয়।