টানা দু’দিন বৃষ্টিঃ রাজধানী’র প্রধান সড়কগুলোতেও হাঁটু পানি

টানা দু’দিন বৃষ্টিঃ রাজধানী’র প্রধান সড়কগুলোতেও হাঁটু পানি

শহিদুল ইসলাম,এসবিডি নিউজ24 ডট কমঃ টানা দু’দিনের বৃষ্টিতে ২৯ জুন (শনিবার) রাজধানী ও আশপাশের বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে। অলিগলিসহ প্রধান সড়কগুলোতেও হাঁটু পানি। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী। রাজধানীর অনেক জায়গায় স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগের স্বীকার হচ্ছে কর্মমুখী মানুষ। সাগরে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকেই থেমে থেমে রাজধানীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর বৃষ্টির কারণে শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, মগবাজার, মালিবাগ-মৌচাক, বাড্ডা, রাজারবাগ, শেওড়াপাড়া এবং মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে। এছাড়া রাস্তার পাশের দোকানেও পানি ঢুকে পড়েছে। বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার কারণে সকালে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাজে যেতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি