১ জুলাই থেকে ‘শীর্ষ নিউজ’ এর কার্যক্রম শুরু হচ্ছে

১ জুলাই থেকে ‘শীর্ষ নিউজ’ এর কার্যক্রম শুরু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নতুন আঙ্গিকে ১ জুলাই (সোমবার) থেকে অনলাইনে আসছে অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম। ইতিমধ্যে পত্রিকাটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। অনলাইন দৈনিকটির বেশ কয়েকজন পুরনো সংবাদকর্মী এরই মধ্যে যোগ দিয়েছেন। এছাড়া আরো কিছু নতুন সংবাদকর্মী নিয়োগ দেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজের বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন গালিব হাসান। সাংবাদিক গালিব হাসান এর আগে দৈনিক স্বাধীন মত পত্রিকায় কর্মরত ছিলেন। ধানমন্ডিতে পত্রিকাটির নতুন অফিস করা হয়েছে।
শীর্ষ নিউজ সম্পাদক একরামুল হক বলেন, ‘শীর্ষ নিউজে নিয়োগ প্রক্রিয়া অনেকটা শেষের পথে। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। শীর্ষ নিউজের ওয়েবসাইটের ডিজাইন নতুন করে করা হয়েছে। ১ জুলাই (সোমবার) থেকে সাইটটিতে আনুষ্টানিকভাবে নিউজ আপলোড হবে। এক প্রশ্নের জবাবে শীর্ষ নিউজ সম্পাদক বলেন, ‘আপাতত সাপ্তাহিক শীর্ষ কাগজ প্রকাশিত হবে না।’
উল্লেখ্য, ২০০৯ সালের ১৭ অগাস্ট যাত্রা শুরু করা শীর্ষ নিউজ অনলাইন জগতে অল্প সময়ে পাঠক এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলো। বিশেষ করে সচিবালয় সংক্রান্ত রিপোর্টে তাদের আলাদা মুন্সিয়ানা ছিলো। বেশ কিছু কারণে ২০১১ সালের ২১ আগস্ট রাত সাড়ে দশটার দিকে একরামুল হক সম্পাদিত শীর্ষ নিউজ ডটকম এবং শীর্ষ কাগজ বন্ধ হয়ে যায়।

নিজস্ব প্রতিনিধি