স্বর্ণের দাম কমেছে

স্বর্ণের দাম কমেছে

ফারুক আহমেদ,এসবিডি নিউজ24 ডট কমঃ আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনের কারণে দেশের অভ্যন্তরে এক সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা পর্যন্ত কমছে। গত শুক্রবার থেকে নতুন এ দর কার্যকর হয়। তবে রূপার দামে কোনো পরিবর্তন হচ্ছে না। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ৩৯ হাজার ৮৩২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হবে ২৭ হাজার ৬৪৩ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রূপার দাম আগের মতোই থাকছে অর্থাৎ এক হাজার ৩৯৯ টাকা। দাম কমানোর ফলে ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম আগের দরের চেয়ে এক হাজার ২২৫ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমবে।

নিজস্ব প্রতিনিধি