এই দুঃখগুলো আমার (নূর কামরুন নাহার)

এই দুঃখগুলো আমার (নূর কামরুন নাহার)

~~এই দুঃখগুলো আমার~~
<—-নূর কামরুন নাহার—->

================================================================
এই দুঃখগুলো আমার,
চিরস্থায়ী বন্দোবস্তের মতো
আমি এদের উইল করে নিয়েছি
এটাই তাদের আবাস, নিবাস, পৈত্রিকভিটা।
এখানেই তারা ডালাপালা গজাবে, সবুজ হবে
বাচ্চা দেবে, বন্ধু বাড়াবে
অহংকারে মাথা উঁচু করে
আমৃত্যু থেকে যাবে এখানেই।
এইখানেই তারা ফোঁটায় ফোঁটায়
নোনা বৃষ্টি ঝরাবে, দাবদাহ ছড়াবে
চৌচির করে দেবে জমিন।
>>>
এই দুঃখগুলো আমার,
এই মালেকীন তাদের ভালবাসা,
ওরা এখানেই সুখ পায়
এখানেই তাদের সহজ স্বাচ্ছন্দ্য
যেমন জলের ভেতর মাছ।
এই দুঃখগুলো আমার
আমাকে ছেড়ে ওরা কোথাও যাবে না।
আমিও একবিন্দু রক্ত থাকতে
ওদের ছেড়ে দেবো না।

_______________________________________________________________

অতিথি লেখক