গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনঃ জয়ের হাসি হাসলেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী এমএ মান্নান
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ৬ জুলাই (শনিবার) বিকেলে ভোট গণণা শুরুর সময় এগিয়ে যাওয়া অধ্যাপক আব্দুল মান্নানই শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন। ক্রমশ নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা’র চেয়ে ব্যবধান বাড়াতে বাড়াতে শেষ রাতে এসে জয়ী তিনিই। ৭ জুলাই (রোববার) ভোর সোয়া পাঁচটার দিকে রিটার্নিং অফিসার মতিয়ার রহমান ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৯২ কেন্দ্রের সব ক’টির ফলাফলে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নান এক লক্ষ ছয় হাজার ৫৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। টেলিভিশন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন লক্ষ ৬৫ হাজার ৪৪৪ ভোট। দোয়াত-কলম প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা পেয়েছেন দুই লক্ষ ৫৮ হাজার ৮৬৭ ভোট।
উল্লেখ্য, শনিবার সকাল আটটায় গাজীপুরের ৩৯২ কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়। দশ লক্ষাধিক ভোটারের মধ্যে ৬ লক্ষ ৩৩ হাজার ৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের ৬৩ দশমিক ৬৯ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৮ হাজার ৪৬ ভোট নষ্ট হয়। আর সরকারি দলের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের আনারস প্রতীকে পড়ে ৩ হাজার ১১৯ ভোট। এছাড়াও মেয়র পদে ডা. নাজিম উদ্দিন আহমেদের ঘোড়া প্রতীকে ৪ হাজার ৬৪০, আমান উল্লাহ’র তালা প্রতীকে ১ হাজার ২৫৫, মেজবাহ উদ্দিন সরকার রুবেলের হাঁস প্রতীকে ১ হাজার ৬৭৭, রিনা সুলতানার প্রজাপতি প্রতীকে ১ হাজার ৪৬ ভোট পড়েছে।
দু’টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদের ৩২৯ দশমিক ৯০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত দেশের ১১তম এ সিটি কর্পোরেশনের এটিই প্রথম নির্বাচন। এ নির্বাচনে ভোটার সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন ও নারী ভোটার ৪ লাখ ৯৯ হাজার ১৬২ জন। দিনশেষে ৬০ শতাংশ ভোট পড়েছে (কাস্ট হয়েছে) বলে জানায় নির্বাচন কমিশন।
এ নির্বাচনে ৭ জন মেয়র, ১২৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ৪৫৬ জন সাধারণ আসনের কাউন্সিলরসহ মোট ৫৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।