১৭ জুলাইঃ হরতাল ডেকেছে জামায়াত!
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আবারো টানা হরতালের ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। সোম ও মঙ্গলবার হরতালের পর বুধবারও হরতাল ডেকেছে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ জুলাই (বুধবার) দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বা অন্য কোন কঠোর শাস্তি হলে বৃহস্পতিবারও হরতালের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। এক্ষেত্রে টানা হরতালের সম্ভাবনাই বেশি বলে আভাস দিচ্ছে দলীয় সূত্র। জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের রায়ের দিন সোমবারই হরতাল দেয় জামায়াত। সোমবারের হরতালে রাজধানীতে তেমন কোন সহিংতা না ঘটলেও রাজধানীর বাইরে চট্টগ্রাম, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়াসহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক সহিংসতা চালায় স্বাধীনতা বিরোধী জামায়াত-ছাত্রশিবির চক্র। সোমবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে দোষী সাব্যস্ত করে ৯০ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের প্রতিবাদে মঙ্গলবারও সারাদেশে হরতাল দেয় জামায়াত। আর এই রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে একই দিন (মঙ্গলবার) হরতাল দেয় কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন ও গণজাগরণ মঞ্চ। গোলাম আযমের রায়ের প্রতিবাদে ও প্রত্যাখ্যানের দাবিতে দুই পক্ষের হরতাল শেষ হতে না হতেই জামায়াতের আরেক কেন্দ্রীয় নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়ের দিন বুধবার নির্ধারণ করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২। এ ঘোষণা শোনার পর রায়ের দিনই ফের তৃতীয় দিনের মতো হরতালের ডাক দিয়েছে জামায়াত। তবে বৃহস্পতিবারও হরতাল হচ্ছে এমনটি জানিয়েছে জামায়াতের একাধিক সূত্র। এক্ষেত্রে বুধবার সকালে হরতাল শুরু হওয়ার পর তা পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ৩৬ ঘণ্টা চলার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে জামায়াত নেতারা বলছেন, অতীতের রায় পর্যালোচনা করলে দেখা যাবে- আলী আহ্সান মুজাহিদের রায় কী হবে আমরা বুঝে গেছি। তাই বৃহস্পতিবার হরতাল করার জন্য সব ধরনের প্রস্ততি নিয়েই রেখেছি আমরা।