গণজাগরণ মঞ্চের স্মারকলিপি গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতেও মানবতাবিরোধী অপরাধের বিচার চালু রাখার দাবিতে গণজাগরণ মঞ্চ যে স্মারকলিপি দিয়েছে তা গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। ৩১ জুলাই (বুধবার) মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিতে চান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম স্মারকলিপি গ্রহণে অস্বীকৃতি জানান। রেজিস্ট্রার বলেন,”এ ধরনের স্মারকলিপি দেয়ার নজির সুপ্রিম কোর্টে নেই। গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদলকে আইনজীবীর মাধ্যমে যথাযথভাবে আবেদন করতে হবে।”
উল্লেখ্য, ২ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মামলায় সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। এর মধ্যে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি শেষ হওয়ায় রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের বিরুদ্ধে আনা আপিলের শুনানি শুরু হবে ১৭ সেপ্টেম্বর। জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আনা আপিলের সারসংক্ষেপ জমা দিতে আসামিপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ইমরান এইচ সরকার ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন গণজাগরণ মঞ্চের সংগঠক মারুফ রসুল ও সঙ্গীতা ইমাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজাহান আলী ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মাসুম।