কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ মিশরের অস্থিতিশীল পরিস্থিতিতে ১৮ আগষ্ট (রোববার) থেকে রাজধানী কায়রোতে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ১৭ আগষ্ট (শনিবার) কায়রোয় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূতাবাসে না আসতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। তবে, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য টেলিফোন নম্বর দেয়া হয়েছে। মিশরে বিক্ষোভ, সমাবেশস্থল এবং জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে ওই বিবৃতিতে।
সূত্র: বিবিসি.