চন্দ্রমুখীর মাতা নাজনীন আশঙ্কামুক্ত
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ একমাত্র মেয়ে চন্দ্রমুখীর মৃত্যুর আঘাত সইতে না পেরে পাঁচ তলা থেকে লাফিয়ে পড়া দৈনিক জনকণ্ঠের সাংবাদিক নাজনীন তন্বী এখন আশঙ্কামুক্ত। ১৬ সেপ্টেম্বর (সোমবার) রাতে দীর্ঘ দেড় ঘণ্টার অপারেশন শেষে একথা জানালেন কর্তব্যরত নিউরো বিশেষজ্ঞ ডা. ফজলুল হক। তিনি জানান, নাজনীন এই মুহূর্তে আশঙ্কামুক্ত। ডা. ফজলুল আরও বলেন,”নাজনীনের হাতের কনুই ও বুকের বাঁ পাশের একটি হাড় ভেঙে গেছে। তার কোমরেরও একটি হাড় ফেটেছে। পড়ে গিয়ে মেরুদণ্ডের আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি পা নাড়াতে পারছেন না।” তবে মাথায় কোন আঘাত লাগেনি।
উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নাজনীন তন্বীর কন্যা চন্দ্রমুখী (বয়স ৫ বছর তিন মাস) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলো ঢাকা শিশু হাসপাতালে। চন্দ্রমুখীর বাবা রকিবুল ইসলাম মুকুল গাজী টিভির প্রধান প্রতিবেদক। মেয়েটির লিভার কাজ করছিলো না।