বগুড়ার গাবতলীতে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ।।এলাকা রণক্ষেত্রে পরিণত।।সেনা মোতায়েন

বগুড়ার গাবতলীতে  আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ।।এলাকা রণক্ষেত্রে পরিণত।।সেনা মোতায়েন

চপল সাহা,বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার গাবতলীতে টিআর কাবিখা’র বরাদ্দ এবং টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এসময় গুলি বোমা টিয়ারসেলে গোটা এলাকা এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। প্রানভয়ে দোকানপাট বন্ধ করে এলাকার লোকজন পালিয়ে গেছে। এঘটনায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, পুর্ব থেকেই সরকারী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এবং হাটবাজার ইজারা নিয়ে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সোমবার সকাল থেকেই বিবাদমান দু’গ্রুপের সশস্ত্র লোকজন  উপজেলা চত্বর এবং আশপাশের রাস্তায় জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১২টায় সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সংঘর্ষের সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরিত হয়। এসময় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে বিচ্ছিন্নভাবে কমপক্ষে ৫ জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রথমে ১০/১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে । এতেও পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসলে ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে র‌্যাব এসে,যোগ দিলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। আপাতত সংঘর্ষ বন্ধ হলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

গাবতলী মডেল থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান,সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এলাকার গুরুত্বপুর্ন স্থানে র‌্যাব ও পুলিশ মোতায়েন আছে।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।