হরতালের প্রথম দিনঃ বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত ৫

হরতালের প্রথম দিনঃ বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত ৫

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সারাদেশে ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। সারা দেশে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে প্রথম দিনের হরতাল। এরই মধ্যে লালমনিরহাটে আওয়ামী লীগ, পুলিশ ও বিএনপির মধ্যে সকাল থেকে ত্রিমুখী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন ৪ নভেম্বর (সোমবার) সকালে এ সংঘর্ষ হয়। এতে উভয় দলের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবরোধকারীদের কাটা গাছের চাপায় আব্দুস সালাম (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সকালে ওই সড়কে হরতাল সমর্থকরা রাস্তা অবরোধের জন্য গাছ কাটছিল। এসময় পথচারী সালাম তার ছেলেকে নিয়ে গাছের নিচ দিয়ে হেটেঁ যাচ্ছিলেন। হঠাৎ গাছের একটি ডাল তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয় এবং শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়। এছাড়া ১৮ দলীয় হরতালের আগের দিনে রোববার সাভারের নবীনগরে দৃর্বৃত্তদের দেয়া আগুনে সিএনজির মধ্যে দগ্ধ হওয়া মুকুল (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। নিহত মুকুল বিশ্বাস গ্রুপের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে হরতাল সমর্থকদের হামলায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ইসাহক মোল্লা (৪২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বায়েজ উদ্দিন মণ্ডলের ছেলে। বিরোধীদলের ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার গুরুদাসপুর উপজেলার আঁড়মারি সেতুর কাছে বনপাড়া-হাটিকুমরুল সড়কে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন পিকেটারদের ধাওয়ায় টেম্পু উল্টে মো. জাকির (৩০) নামে চট্টগ্রামে তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসে যাওয়ার সময় চান্দগাঁও থানার বহদ্দার হাট-কালুরঘাট সড়কের শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বিশেষ প্রতিনিধি