হরতালঃ এবার টানা ৭২ ঘণ্টা

হরতালঃ এবার টানা ৭২ ঘণ্টা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নির্বাচনকালীন নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে ১০ নভেম্বর (রোববার) ভোর ৬টা থেকে ১৩ নভেম্বর (বুধবার) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দল। ৮ নভেম্বর (শুক্রবার) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ে বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিরোধী জোটের ডাকা হরতালে বাধা দেয়া হলে সৃষ্ট পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে। এর আগে একই দাবিতে বিগত দু’সপ্তাহে দুই দফায় টানা ৬০ ঘণ্টা করে হরতাল পালন করেছে বিরোধী জোট। এ সময় সহিংসতার ঘটনায় ২০ জনেরও বেশি নিহত এবং বহু আহতের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, কর্মসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর জোটের মহাসচিব পর্যায়ে বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা আসলো।

নিজস্ব প্রতিনিধি