ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তী

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তী

মাহবুব আলম,এসবিডি নিউজ24 ডট কমঃ ভাষার টানে প্রাণের টানে অমর একুশের গান কন্ঠে ধারণ করে একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ভিড়। বেলা যত বেড়ে চলেছে ততই জনতার ভিড় বেড়ে চলেছে শহীদ মিনার চত্ত্বরে। রাত ১২.০১ মিনিটে  রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান- মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, জাতীয় বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকায় অবস্থিত বিদেশি শিক্ষার্থীরা, বাংলাদেশ কর্মকমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সর্বস্তরের মানুষ। শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনগণের ভিড় বাড়ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। নানা বয়সের মানুষের ভিড়ে এখন শহীদ মিনার এলাকায়। কালো পোশাক মনে শোকের ছায়া। ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তী আজ। জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছে ভাষা শহীদদের। ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। নানা বর্ণের ফুল দিয়ে চলেছে মূল বেদিতে নানা বর্ণ লেখার আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের স্পর্শে রূপ নিচ্ছে অ-আ-ক-খ নানা বর্ণ বর্ণিল ফুলের মাধ্যমে। যে ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে। দিতে হয়েছে বুকের তাজা রক্ত। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।