ডিআরইউ নির্বাচনঃ শাহেদ সভাপতি,ইলিয়াস সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে শাহেদ চৌধুরী (সমকাল) সভাপতি ও ইলিয়াস খান (আমার দেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে রফিকুল ইসলাম আজাদ ( দি ইন্ডিপেন্ডেন্ট)। ৩০ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে শনিবার সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। ১ হাজার ১৩৪ জন রিপোর্টার এ নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন প্রার্থী। সভাপতি পদে লড়ছেন আজমল হক হেলাল, শাহেদ চৌধুরী। আর সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান এবং শেখ মামুনুর রশীদ।
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শাহেদ চৌধুরী (সমকাল) পেয়েছেন ৭৩৮ ভোট, নিকটতম প্রতিদ্বনদ্ধী আজমল হক হেলাল (সকালের খবর) পেয়েছেন ২৩৭ ভোট । সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান (আমার দেশ) ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্ধী শেখ মামুনূর রশিদ (যুগান্তর) পেয়েছেন ৪১৩ ভোট। সহ-সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ (দি ইন্ডিপেন্ডেন্ট) ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বনদ্ধী মো. এনামুল হক (ডেইলি স্টার) ২৫৭, আশীষ কুমার দে (পিটিবি নিউজ) ২০৭ ও প্যাট্রিক ডি’কস্তা (মাইটিভি) ১৪৫ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে শরীফুল ইসলাম ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বনদ্ধী সৈয়দ শুক্কুর আলী শুভ পেয়েছেন ৪৬২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মুরসালিন নোমানী (বাসস) ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম উম্মুল ওয়ারা সুইটি ২৬৮, মিথুন কামাল (নিউ নেশন) ১৭৭ ভোট পেয়েছেন। নারীবিষয়ক সম্পাদক পদে ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দা লুৎফা শাহানা (দিগন্ত টিভি)। নিকটতম প্রতিদ্বনদ্ধী আইরিন নিয়াজী মান্না পেয়েছেন ৪৩৩ ভোট। প্রকাশনা সম্পাদক পদে ৪৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান আজাদ (আলোকিত বাংলাদেশ)। নিকটতম প্রতিদ্বনদ্ধী কামরুজ্জামান কাজল পেয়েছেন ৪০১ ভোট। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আহমেদ সিরাজ পেয়েছেন ১৬১ ভোট।
১১ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে সাতজন নির্বাচিত হয়েছেন। হাসান জাহিদ তুষার ৫২০ ভোট, মো. মঈন উদ্দিন খান ৪৯২, পিনাকী তালুকদার ৪৬৭, মানিক মুনতাসির ৪৫৯, পারভীন সুলতানা কাকন ৪৪৪, সালাউদ্দিন আহমেদ বাবলু ৩৯৮, তোফাজ্জল হোসেন ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বনিদ্ধতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক পদে শেখ মুহাম্মদ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম খোকন, আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজল ও কল্যাণ সম্পাদক জামিউল আহসান শিপু।