শিল্পী (অনুপমা অপরাজিতা)

শিল্পী (অনুপমা অপরাজিতা)

~~~শিল্পী~~~
—অনুপমা অপরাজিতা—
একদা এক আগত শরৎ প্রতিবেশে
উত্তর আধুনিক শিল্পীর
ক্যানভাসের
রঙ-বেরঙের চিত্রিত বর্ণময়
ছবি হয়েছিলাম
বিলাসী শিল্পীর
সহজিয়া অনুরাগে
এঁকে দিতো প্রতিটি দিনের
একটি আকাশ
চমৎকার আর মাদকতায় ভরা তার
শিল্পশৈলীতে।
বোধের রঙতুলিতে বর্ণের অশেষ
আঁচড়ে
আনত দিঠির জলছবি কথা কইতো
গভীর থেকে গহীনে ভেতর
থেকে বাহিরে
বিস্ময় জুড়ে জেগে থাকা নিষিদ্ধ
দরোজায়।
>>>
অন্তর্গত দৃষ্টি প্রিয়ময়
ইন্দ্রিয়গুলোতে
শুশ্রুষার মতো দীর্ঘতম হাতে
ছড়িয়ে দিতো মনোভূমের বাসনা।
>>>
একদিন শিশির পতনের
শব্দে ঘুম ভেঙে গেলে
একটি ফ্যাকাশে সকালে থমকে দাঁড়াই।
হৃদয় রঞ্জিত কথাকার চিত্রীর
রঙের খেলার নিকোটিন
সংকোচিত হলো ডিজিটাল প্রযুক্তিতে….
বিভোরতায় থান খান হলো
তৃষ্ণার আকাঙ্ক্ষিত জলছবি আমার।
_______________________________________________________________

অতিথি লেখক