নির্বাচন বর্জনের আহ্বান খালেদার ।। ৪ জানুয়ারী থেকে ৪৮ ঘণ্টার হরতাল

নির্বাচন বর্জনের আহ্বান খালেদার ।। ৪ জানুয়ারী থেকে ৪৮ ঘণ্টার হরতাল

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের জনগণকে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।  ৩ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। খালেদা জিয়া বলেন. ‘আমি দেশবাসীকে নির্বাচনের নামে ৫ জানুয়ারির এই কলঙ্কময় প্রহসন পুরোপুরি বর্জনের আহ্বান জানাচ্ছি। এই প্রহসনকে দেশে-বিদেশে কোথাও কেউ নির্বাচন হিসেবে বৈধতা দেবে না। এর মাধ্যমে বৈধতার খোলস ছেড়ে অবৈধ মূর্তিতে আবির্ভূত হবে আওয়ামী লীগ সরকার।’ বিএনপির চেয়ারপারসন আরো বলেন,‘আমরা বলেছিলাম, বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ একতরফা নির্বাচন হতে দেবে না। আমাদের কথা সত্য হয়েছে। অর্ধেকের বেশি আসনে নির্বাচনী প্রহসনের ঝুঁকি নিতেও সাহস পায়নি আওয়ামী লীগ। আসনগুলো ভাগবাটোয়ারা করে নিয়ে সিলেকশন করতে হয়েছে তাদের। বাকি আসনগুলোতে বন্দুক ঘেরা ভোটারবিহীন জালজালিয়াতির প্রহসনের আয়োজন চলছে।’ খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহযোগিতায় রাষ্ট্রীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ভয়ংকরভাবে অপব্যবহার করে গণতন্ত্রনাশের অধ্যায় রচনা করা হচ্ছে। তাই ৫ জানুয়ারি চিন্হিত হয়ে থাকবে জঘণ্য কলঙ্কময় এক কালো তারিখ হিসেবে।’
অপরদিকে, অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি ৪ জানুয়ারী (শনিবার) ভোর ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতাল চলবে ৬ জানুয়ারী (সোমবার) ভোর ছয়টা পর্যন্ত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গৃহবন্দী’ রাখার প্রতিবাদ এবং ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৩ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। ওসমান ফারুক বলেন, ‘দেশবাসীকে আহ্বান জানাব, আপনারা ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনকে না বলুন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে হ্যাঁ বলুন। আমরা সবাইকে বলছি, রোববার ভোটকেন্দ্র বর্জন করুন। ভোটদানে বিরত থাকুন। জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না, তাদের বিজয় সুনিশ্চিত।’ একই সঙ্গে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে প্রহসনের নির্বাচনী খেলা বন্ধ করুন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন।’ খালেদা জিয়ার বাসার পাশে ককটেল বিস্ফোরণে জড়িতরা আটক না হওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা।


বিশেষ প্রতিনিধি