মালয়েশিয়ার নিখোঁজ বিমানঃ ১ মাস পর ব্ল্যাকবক্সের সংকেত পাওয়া গেছে
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ফ্লাইট ৩৭০-এর ধ্বংসাবশেষ অনুসন্ধানে অস্ট্রেলিয়ার একটি জাহাজের রিসিভারে পরপর দুটি সংকেত ধরা পড়েছে। এ সংকেত নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্স ও ডাটা রেকর্ডারের সংকেত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ বিমান অনুসন্ধানের ক্ষেত্রে এখন পর্যন্ত এটি সবচেয়ে ‘সবচেয়ে বড় অগ্রগতি’। তবে এখন আরও তথ্য জানা প্রয়োজন। এবার ব্ল্যাকবক্সের সংকেত পেল অস্ট্রেলীয় জাহাজ নিখোঁজ বিমান অনুসন্ধানে নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়ার এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হিউস্টন ৭ এপ্রিল (সোমবার) জানিয়েছেন, প্রতিরক্ষা জাহাজ ‘ওশান শিল্ডে’র রিসিভারে দুটি সংকেত ধরা পড়েছে। প্রথম সংকেতটি দুই ঘণ্টা ২০ মিনিট ধরে বাজার পর হারিয়ে যায়। এরপর জাহাজটির রিসিভার এদিক-সেদিক ঘুরিয়ে আবার সংকেতটি পাওয়ার চেষ্টা করা হয়। এ সময় দ্বিতীয়বারের মতো সংকেতটি পাওয়া যায় এবং এটি ১৩ মিনিট ধরে বেজেছিল।