মালয়েশিয়ার নিখোঁজ বিমানঃ ১ মাস পর ব্ল্যাকবক্সের সংকেত পাওয়া গেছে

মালয়েশিয়ার নিখোঁজ বিমানঃ ১ মাস পর ব্ল্যাকবক্সের সংকেত পাওয়া গেছে

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ফ্লাইট ৩৭০-এর ধ্বংসাবশেষ অনুসন্ধানে অস্ট্রেলিয়ার একটি জাহাজের রিসিভারে পরপর দুটি সংকেত ধরা পড়েছে। এ সংকেত নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্স ও ডাটা রেকর্ডারের সংকেত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ বিমান অনুসন্ধানের ক্ষেত্রে এখন পর্যন্ত এটি সবচেয়ে ‘সবচেয়ে বড় অগ্রগতি’। তবে এখন আরও তথ্য জানা প্রয়োজন। এবার ব্ল্যাকবক্সের সংকেত পেল অস্ট্রেলীয় জাহাজ নিখোঁজ বিমান অনুসন্ধানে নেতৃত্বদানকারী অস্ট্রেলিয়ার এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হিউস্টন ৭ এপ্রিল (সোমবার) জানিয়েছেন, প্রতিরক্ষা জাহাজ ‘ওশান শিল্ডে’র রিসিভারে দুটি সংকেত ধরা পড়েছে। প্রথম সংকেতটি দুই ঘণ্টা ২০ মিনিট ধরে বাজার পর হারিয়ে যায়। এরপর জাহাজটির রিসিভার এদিক-সেদিক ঘুরিয়ে আবার সংকেতটি পাওয়ার চেষ্টা করা হয়। এ সময় দ্বিতীয়বারের মতো সংকেতটি পাওয়া যায় এবং এটি ১৩ মিনিট ধরে বেজেছিল।

৭ মার্চ (শুক্রবার) স্থানীয় সময় ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট-৩৭০ নিখোঁজ হয়। বিমানটিতে ১৪টি দেশের ২৩৯ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন। ধারণা করা হয়, বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়। দক্ষিণ ভারত মহাসাগরের যে স্থান থেকে ওশান শিল্ড জাহাজ সংকেত দুটি পেয়েছিল, এখনও সেখানে রয়েছে এবং আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আর সংকেত পাওয়া যায়নি। হিউস্টন বলেন, সংকেত কোথা থেকে এসেছে তা আগে চিহ্নিত করতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নিতে সময় লাগবে। এর আগে শনিবার দক্ষিণ ভারত মহাসাগরে টহলরত চীনের একটি জাহাজের রিসিভারে রহস্যজনক একটি রেডিও সংকেত ধরা পড়ে বলে বেইজিং দাবি করে। টহল জাহাজ ‘হাইঝুন-১’ এর রিসিভারে সেকেন্ডপ্রতি ৩৭.৫ কিলোহার্জ ফিদ্ধকোয়েন্সির সিগন্যালটি ধরা পড়ে। ব্ল্যাকবক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডারের সংকেতের কম্পাঙ্কের সঙ্গে এর মিল রয়েছে। তবে এ সংকেত ঠিক কিসের, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

বিশেষ প্রতিনিধি