অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১৫ জন উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১৫ জন উদ্ধার

পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১৫ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা। ১২ এপ্রিল (শনিবার) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃতরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহালীর জগন্নাথপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে নায়েব আলী (২৮), একই এলাকার মো. গফুর আলীর ছেলে মো. ইসমাইল (২২), একই উপজেলার হুদাহাজীপুর এলাকার আবদুর রহমানের ছেলে মো. নাছির উদ্দিন (২০), একই এলাকার আয়নাল মণ্ডলের ছেলে মো. কামাল হোসেন (২৫), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দলদিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে রফিকুল ইসলাম (২২), একই উপজেলার বডরা এলাকার মৃত হোসেন আলীর ছেলে রবিউল আয়াল খন্দকার (১৭), চন্দনগাছী এলাকার আফছার আলীর ছেলে মো. বিরু (২৬), আবুল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৮), মেগুংলা এলাকার ছাত্তার মোল্লার ছেলে আবদুর রহমান (২০), সিদ্দি চন্দ্র সরকারের ছেলে মুনু রঞ্জন সরকার (১৯), নরসিংদী জেলা সদরের রসুলপুর এলাকার বদল মিয়ার ছেলে রুবেল মিয়া (২০), একই এলাকার খলিল মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫), বলবপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে জালাল মিয়া (২৬), রায়পুর উপজেলার উত্তর বাকর নগর এলাকার আবদুল হাইয়ের ছেলে ছাদেক মিয়া (২৫), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর এলাকার ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী (২৫)। উদ্ধার হওয়ায় মালয়েশিয়াগামীদের দেয়া তথ্যের ওপর ২ দালালকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। আসামিরা হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার মৃত আমীর হামজার ছেলে আবদুর রহমান (৫০), আবদুর রহমানের ছেলে আবুল কামাল (৩০)। বিজিবি’র টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এসবিডি নিউজকে জানান, সাবরাং বিওপির নায়েব সুবেদার বজলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল কাটাবুনিয়া এলাকা থেকে মালয়েশিয়াগামী ১৫ জন উদ্ধার করে। এ ঘটনায় পলাতক ২ দালালকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে এবং উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি