বিশ্ব ধরিত্রী দিবসঃ হুমকির সম্মুখীন বাংলাদেশ
শুভাশিস ব্যানার্জি শুভ: সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে উল্লেখ আছে জলবায়ু পরিবর্তনের কারণে গত ২০ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষ অবস্থানে রয়েছে ‘মায়ানমার, হন্ডুরাস, নিকারাগুয়া হাইতি, ভিয়েতনাম, ডমিনিকান ও পাকিস্তান’ বিশেষজ্ঞরা বলেছেন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন-জীবিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। যুক্তরাষ্ট্রের সিনেটর গেলরড নেলসন ১৯৭০ সালে ‘এনভায়রনমেন্টাল টিচ ইন’ নামে যে আন্দোলন শুরু করেছেন তাই আজকের ধরিত্রী দিবস। বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। আয়তনে ছোট হলেও প্রাকৃতিকভাবে জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধ। আর এ জনসংখ্যার চাপের মাঝে থেকে প্রকৃতিতে জীব ও তার সৌন্দর্য এখন হুমকির সম্মুখীন। বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার ডবিস্নউডবিস্নউএফ (ডডঋ) বিজ্ঞানবিষয়ক প্রকাশনা প্রকাশ করেছে ১৯৭০ থেকে ২০০৫ পর্যন্ত ৩৫ বছরে ৩০ শতাংশ প্রাণী বিলুপ্ত হয়েছে, যা আমাদের পৃথিবীর জন্য ভয়ঙ্কর এক পরিস্থিতি। প্রকাশনায় আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত কারণেও আগামী ৩০ বছরে বিশ্বের অবস্থা আরও হুমকির পথে যাবে।